সিলেটের বিশ্বনাথে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় যুবকরা। শুক্রবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ পৌর শহরের ৫নং ওয়ার্ডের দূর্যাকাপন গ্রামে এ ঘটনাটি ঘটে। আটককৃত ইয়াবা ব্যবসায়ী হলেন বিশ্বনাথ পৌর শহরের দূর্যাকাপন গ্রামের আকলুছ আলীর পুত্র ফটিক মিয়া (৩৮)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন ধরে দূর্যাকাপন গ্রামে ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে নারী-পুরুষসহ একাধিক ব্যক্তি। গত মঙ্গলবার মধ্যরাতে ইয়াবা কেনাবেচার সময় ফটিক মিয়ার বাড়ি থেকে চার যুবককে ইয়াবাসহ আটক করেন স্থানীয় জনতা। এসময় ফটিক মিয়া ও তার সহযোগী চন্দন আলী (৪৫) পালিয়ে যায়। এঘটনায় বুধবার (২ এপ্রিল) বিশ্বনাথ থানার এসআই পান্না লাল দেব বাদী হয়ে ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১ (তাং-০২-০৪-২০২৫)।
শুক্রবার সকালে পলাতক আসামী ফটিক মিয়াকে পেয়ে স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়ার নামে একাধিক মামলা চলমান রয়েছে।
ফটিক মিয়াকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনর্চাজ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।