1. live@www.sarabela.online : news online : news online
  2. info@www.sarabela.online : সারা বেলা :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপুল উৎসাহ-উদ্দিপনায় বিশ্বনাথে ‘বাংলা নববর্ষ’ উদযাপন বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নকরণ কার্যক্রম নিয়ে যা বললেন পৌর প্রশাসক বিশ্বনাথে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি স্থগিত বিশ্বনাথে ইয়াবা ব্যবসায়ীকে ধরে পুলিশের কাছে দিল যুবসমাজ ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইলিয়াস আলীসহ বিএনপি নেতাকর্মীকে গুম করে- তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথে প্রবাসী বোনের ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র বর্জ্য পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন বিশ্বনাথ আন্ত: উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম মো. নাদিম বাংলাদেশে শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তায় দিতে প্রস্তুত জাতিসঙ্ঘ সংবাদ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস বিশ্বনাথে এন.আইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

চাঞ্চল্যকর তথ্য, শাকিব-বুবলীর বিয়েই হয়নি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন সংবাদ পাঠিকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমায় শাকিব-বুবলীর রসায়ন দারুণ পছন্দ করেছিলেন দর্শক। এরপর অনেক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা।

একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরকে মন দিয়ে বসেন শাকিব বুবলী। এর মধ্যেই ২০১৯ সালে ‘বীর’ সিনেমার গানের শুটিংয়ের সময় বুবলীর বেবি বাম্প দেখা যায়। কড়া নিরাপত্তার মাঝেও নায়িকার বেবি বাম্প নজর এড়ায়নি ভক্তদের। শুরু হয় বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। এরপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই নায়িকা। সেখানেই জন্ম হয় তার প্রথম পুত্রসন্তান শেহজাদ খান বীরের।

এরপর বছরখানেক পর সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন বুবলী। গণমাধ্যমকে তিনি জানান, তার সন্তানের পিতা শাকিব খান। তিনি আরও বলেন, পূবাইলে শাকিবের বাড়িতেই তাদের বিয়ে হয়েছে।

বর্তমানে এই জুটির সম্পর্কে চলছে টানাপোড়েন। এক ছাদের নিচে না থাকলেও বুবলীর দাবি, শাকিবের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি তার। দুজনেই সময় নিচ্ছেন সন্তানের কথা চিন্তা করে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে শাকিব-বুবলী সম্পর্কে এক নতুন খবর জানালেন এক সময়ের শাকিব খানের বন্ধু ও প্রযোজক মো. ইকবাল। তার দাবি, শাকিব-বুবলীর কখনো বিয়েই হয়নি। ইকবাল জানান, এই জুটিকে নিয়ে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি নির্মাণ করেছিলেন তিনি। এমনকি ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময়ও সেখানে উপস্থিত ছিলেন তিনি। বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তিনি জানতেন। কিন্তু পুরো শুটিং ইউনিটকেই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন ইকবাল।

ইকবাল আরও বলেন, ‘শাকিব তাকে একাধিকবার বলেছেন তার বুবলীর সঙ্গে বিয়ে হয়নি। তবে বুবলী বলেছেন, তাদের কাবিন হয়েছে। তিনি বুবলীর কাছে কাবিননামাও দেখতে চেয়েছিলেন। কিন্তু বুবলী কাবিননামা দেখাতে পারেনি।’

এর আগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে গোপনে বিয়ে সারেন শাকিব খান। তাদের সংসারেও আব্রাম খান জয় নামে একটি পুত্রসন্তান রয়েছে।

এদিকে শাকিব ফের বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন চাউর হয়েছে। জানা গেছে, এবার মিডিয়ার বাইরে বিয়ে করবেন তিনি। কোনো এক ডাক্তার মেয়েকে বিয়ে করবেন কিং খান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত সারা বেলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট