1. live@www.sarabela.online : news online : news online
  2. info@www.sarabela.online : সারা বেলা :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপুল উৎসাহ-উদ্দিপনায় বিশ্বনাথে ‘বাংলা নববর্ষ’ উদযাপন বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নকরণ কার্যক্রম নিয়ে যা বললেন পৌর প্রশাসক বিশ্বনাথে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি স্থগিত বিশ্বনাথে ইয়াবা ব্যবসায়ীকে ধরে পুলিশের কাছে দিল যুবসমাজ ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইলিয়াস আলীসহ বিএনপি নেতাকর্মীকে গুম করে- তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথে প্রবাসী বোনের ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র বর্জ্য পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন বিশ্বনাথ আন্ত: উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম মো. নাদিম বাংলাদেশে শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তায় দিতে প্রস্তুত জাতিসঙ্ঘ সংবাদ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস বিশ্বনাথে এন.আইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

অ্যাপলের তুলনায় ৩৩% বেশি স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্মার্টফোনের বৈশ্বিক বাজারের ২০ শতাংশ নিয়ন্ত্রণ দুই প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ও অ্যাপলের হাতে। তবে সামগ্রিকভাবে বাজারজাতের দিক থেকে এগিয়ে রয়েছে স্যামসাং। গত ১০ বছরে ৩০০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি, যা অ্যাপলের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

প্রযুক্তিবিষয়ক সাইট গিজচায়না জানায়, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার স্যামসাং ও অ্যাপলের মধ্যে ১৪ বছরের বেশি সময় ধরে বাজার প্রতিযোগিতা চলে আসছে। এর মধ্যে গত ১০ বছরে কোম্পানি দুটির স্মার্টফোন বিক্রির তথ্য বড় ধরনের পার্থক্যের বিষয়টি তুলে ধরে।

আইডিসির সাম্প্রতিক তথ্যের বরাতে অল্টইনডেক্স জানায়, ২০১৪-২৪ সাল পর্যন্ত স্যামসাং ৩০০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। এটি একই সময়ে অ্যাপলের বিক্রি করা স্মার্টফোনের তুলনায় ৭০ কোটি ইউনিট বেশি। ২০১৪-২২ সালের মধ্যে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি তুলনামূলকভাবে কমে। তবুও অ্যাপলের তুলনায় এগিয়ে আছে স্যামসাং।

২০১৪ সালের স্যামসাংয়ের বার্ষিক পণ্য বিক্রির পরিমাণ ছিল ২৯ কোটি ২৩ লাখ ইউনিট। ২০২২ সালে তা ২৫ কোটি ৮০ লাখে নেমে আসে। কিন্তু এরপরও কোম্পানিটি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময়ের আগে এস টোয়েন্টি ফোরসহ গ্যালাক্সি এ সিরিজের ডিভাইস বাজারজাতের মাধ্যমে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে স্যামসাং।

এদিকে বাজার হিস্যার দিক থেকে স্যামসাংয়ের কাছাকাছি অবস্থানে রয়েছে অ্যাপল। ২০১৪ ও ২০১৫ সালের আইফোন বিক্রি ২০ শতাংশ বেড়ে ২৩ কোটি ১০ লাখ ইউনিট ছাড়িয়ে যায়। কিন্তু এরপর টানা চার বছর কোম্পানির বিক্রি নিম্নমুখী ছিল। ২০১৯ সালে কোম্পানির বার্ষিক বিক্রি ১৯ কোটি ইউনিটে নেমে আসে। এর পরের বছর থেকে আইফোন বিক্রি আবার বেড়ে যায়। ২০২২ সালে ২২ শতাংশ বেড়ে ২৩ কোটি ১৮ লাখ আইফোন ইউনিট বিক্রির রেকর্ড গড়ে কোম্পানিটি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত সারা বেলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট